সব প্রস্তুতি রয়েছে ইসির

নিজস্ব প্রতিবেদক
১৮ ডিসেম্বর ২০২৪

আগামী জাতীয় নির্বাচন ইভিএমে হবে না, হবে ব্যালটে। সংশোধিত ভোটার তালিকার আলোকে ভোট হবে। ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে হবে নির্বাচন। তবে চূড়ান্ত তারিখ নির্ভর করবে সংস্কারের ওপর। এ নির্বাচনের জন্য যেসব প্রস্তুতি দরকার, তার সবই রয়েছে নির্বাচন কমিশনের।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাজধানী ঢাকার আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। একই দিনে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফ করেন অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। তাদের বক্তব্য থেকেই নির্বাচন সংক্রান্ত এসব বিষয় জানা গেছে।

সিইসি বলেন, দায়িত্ব গ্রহণের প্রথম দিন থেকেই জাতীয় নির্বাচনের জন্য আমরা কাজ শুরু করেছি। জাতীয় নির্বাচনের জন্য দরকারি সব প্রস্তুতি আমাদের রয়েছে। প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনের যে সময় ইঙ্গিত দিয়েছেন সেই অনুযায়ী নির্বাচন করতে সম্পূর্ণ প্রস্তুত আমরা।

সীমানা পুনঃনির্ধারণ প্রসঙ্গে সিইসি বলেন, ন্যায্যতার ভিত্তিতে এটা হবে। অতীতের সীমানা নির্ধারণের ক্ষেত্রে কোনো অনিয়ম, কোনো প্রার্থীকে জেতানোর জন্য বা কাউকে হারানোর জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে হলে সেটা অবশ্যই দেখা হবে। মূলত ২০০১ সালের সীমানায় বা বর্তমানের ভিত্তিতে সীমানা পুনঃ নির্ধারণ হবে বিষয়টি সেটা নয়; আমরা ন্যায্যতার ভিত্তিতে এটা করবো।

ভোটার তালিকা প্রসঙ্গে তিনি বলেন, ইসির হাতে একটি নতুন চূড়ান্ত ভোটার তালিকা আসবে। এরপর বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে। অনেকে মারা গেছেন, অনেকে বাদ পড়েছেন। অনেক বিদেশি ভোটার হয়েছেন। ভোটারের ডুপ্লিকেশন হয়েছে। এগুলো যাচাই-বাছাই করে ওই তালিকা সংশোধন করা হবে। সংশোধিত এ তালিকার আলোকেই ভোট হবে। প্রধান উপদেষ্টা একটা সময়সীমা ঘোষণা করেছেন। সেই অনুযায়ী এগিয়ে যাবে ইসি, বলেন প্রধান নির্বাচন কমিশনার ।

ওদিকে প্রেস সচিব শফিকুল আলম বলেন- জাতীয় নির্বাচন কবে হবে, সেটার রোডম্যাপ প্রধান উপদেষ্টার তার ভাষণে দিয়েছেন। নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ, মনোনয়ন দাখিল- এগুলো নির্বাচন কমিশনের কাজ। সরকারের কাজ হচ্ছে নির্বাচন কমিশনকে সহায়তা করা।

ব্রিফিংয়ে তার সঙ্গে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার ও সিনিয়র সহকারী প্রেস সেক্রেটারি ফয়েজ আহম্মদ।

নির্বাচনটা যেন সুষ্ঠু হয়, তার জন্য রাজনৈতিক দল ও মানুষের পক্ষ থেকে প্রয়োজনীয় সংস্কারের জাতীয় দাবি আছে জানিয়ে আবুল কালাম আজাদ মজুমদার বলেন, সংস্কার কমিশনগুলো দ্রুত প্রতিবেদন দেবে। সংস্কার কমিশনের প্রস্তাবের ভিত্তিতে জাতীয় উদ্যোগের চেষ্টা করা হবে। জাতীয় ঐক্যমতে সংস্কারের বিষয়গুলো তৈরি হয়ে গেলে নির্বাচনের দিনক্ষণ নির্বাচন কমিশন জানিয়ে দিতে পারবে। নির্বাচনের জন্য প্রস্তুতির কাজ কমিশন শুরু করে দিয়েছে বলেও জানান তিনি।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর