বায়ুদূষণ নিয়ন্ত্রণে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ ও পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বলেছেন, এ টাস্কফোর্স শিগগিরই কাজ শুরু করবে। দেশের পরিবেশগত সমস্যা সমাধানে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।
বুধবার (১৮ ডিসেম্বর) রাজধানী ঢাকায় এক সেমিনারে এসব কথা বলেন। তিনি জানান, দূষণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সিঙ্গেল-ইউজ প্লাস্টিকের ব্যবহার নিরুৎসাহিত করা হচ্ছে। জলবায়ু বাজেটের সর্বোত্তম ব্যবহারে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান এ উপদেষ্টা।
কার্বন নিঃসরণ কমানো সম্ভব না হলে, আরও অর্থ ব্যয় করেও বৈশ্বিক ক্ষতি রোধ করা যাবে না বলে মন্তব্য করেন উপদেষ্টা রিজওয়ানা। বলেন, নদী ও খাল ভরাট হলে অভিযোজন কার্যক্রম চালানো সম্ভব হবে না। উন্নয়ন পরিকল্পনা নতুন করে সাজাতে হবে। পরিত্যাগ করতে হবে ভোগবাদী জীবনযাত্রা।
বিডি২৪অনলাইন/এন/এমকে