গঠন হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক
১৮ ডিসেম্বর ২০২৪

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর গঠন করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার।  জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস স্মৃতি সংরক্ষণ, গণঅভ্যুত্থানে শহীদদের পরিবার এবং আহত ছাত্র-জনতার পুনর্বাসনসহ গণঅভ্যুত্থানের আদর্শ চেতনাকে রাষ্ট্রীয় জাতীয় জীবনে সুপ্রতিষ্ঠিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) আন্তঃমন্ত্রণালয়ের এক সভায় এ সিদ্ধান্ত হয়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক--আজমের সভাপতিত্ব করেন। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর