যথেষ্ট শক্তিশালী ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিবেদক
১৮ ডিসেম্বর ২০২৪

দাম বাড়ানোর দিন পরও বাজারে সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তার মতে, যথেষ্ট শক্তিশালী ব্যবসায়ীরা। ব্যবসার ক্ষেত্রটিও বেশ জটিল। জটিল জিনিস ভাঙা বেশ কঠিন।

বুধবার (১৮ ডিসেম্বর) রাজধানী ঢাকায় সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন। তবে সয়াবিন হয়তো কিছুটা সহনীয় হতে পারে বলেও আশা প্রকাশ করেন তিনি।

সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে চাল, ডাল, মসুর ডাল, সয়াবিন তেল, সার কেনার অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা।

সালেহউদ্দিন আহমেদ বলেন, রোজা পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় যতো জিনিস আছে, চাল, ডাল, খেজুর, ছোলা, সয়াবিন তেল, চিনি এগুলো আমরা নিশ্চিত করছি। চেষ্টা করছি বাজারটা যাতে আরেকটু সহনীয় হয়। তবে বেশিরভাগ বাহির থেকে আমদানির কারণে সময় লাগবে।

গত ডিসেম্বর সয়াবিন তেলে টাকা বাড়ানো হয়েছে। কিন্তু এখনো বাজারে সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক হয়নি। সাংবাদিকদের পক্ষ থেকে এমন প্রশ্নে  অর্থ উপদেষ্টা বলেন, সরকার যে দাম নির্ধারণ করে, সেই দামে বিক্রি করার কথা। এখানে বাজারে অনেক রকম ব্যাপার আছে। যেমন টাকা দাম যেদিন বাড়ানো হয়, তার পরদিন বাজারে সাপ্লাই অনেক ছিল। কিন্তু যখনই দাম বাড়ানো হয়েছে, ব্যবসায়ীদের একটা প্রত্যাশা- টাকা বাড়িয়েছে, আবারও বাড়বে।

 

বিডি২৪অনলাইন/ই/এমকে


মন্তব্য
জেলার খবর