পুলিশ-বিএনপি সংঘর্ষ: আহত ১০, আটক ১৫

২৯ মার্চ ২০২১

চট্টগ্রাম সংবাদদাতা

চট্টগ্রাম মহানগরীর কাজীর দেউড়ি ও নাসিমন ভবন এলাকায় পুলিশ ও বিএনপি কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। সংঘর্ষকালে অন্ততঃ ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে এক নারী সদস্যসহ পুলিশের ৫ সদস্য আছেন। এই ঘটনায় ১৫ জনকে আটক করেছে পুলিশ। আটকদের মধ্যে বিএপির একাধিক নারী নেত্রী রয়েছেন। সোমবার (২৯ মার্চ) বিকাল সাড়ে ৩টার দিকে বিএনপির সমাবেশকে ঘিরে এই ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন— পুলিশ কনস্টেবল প্রিয়াংকা দাশ, আনিসুর রহমান ও মোহাম্মদ হায়দার। বাকি দু’জন ট্রাফিক পুলিশের সদস্য। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যরা চিকিৎসা নিয়েছেন। আটকদের মধ্যে নগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনি ও বিএনপি নেত্রী আখিঁ সুলতানা, দেওয়ান লিটার পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

জানা গেছে, সংর্ঘষকালে বিক্ষুব্ধ নেতাকর্মীরা ইট পাটকেল নিক্ষেপ করে, ৩টি ককটেল বিস্ফোরণ ঘটায়, আগুন ধরিয়ে দেওয়া হয় ২টি মোটরসাইকেলে। ১০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়, কাজীর দেউড়ি মোড়ে ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুর করা হয়। পুলিশের নিরাপত্তায় ব্যবহৃত প্লাস্টিকের ঢালও ভাঙচুর করা হয়, সড়কে আগুন জ্বালানো হয়। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় পুলিশ নাসিমন ভবনে বিএনপির দলীয় কার্যালয়ে অভিযান চালিয়ে ওই ১৫ জনকে আটক করে।জব্দ করা হয় ৩টি মোটরসাইকেল।

কোতোয়ালী থানার অফিসার্স ইনচার্জ (ওসি)মো. নিজাম উদ্দিন বলেন, বিএনপির নেতাকর্মীরা রাস্তায় সমাবেশ করতে চাইলে তাদেরকে পার্টি অফিসে সমাবেশ করতে বলে পুলিশ। এনিয়ে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে, বিভিন্ন গাড়িতে আগুন দেয় এবং পুলিশের উপর হামলা চালায়। তিনি বলেন, ৩ পুলিশ আহত হয়েছে, আমি নিজেও আহত হয়েছি।

সিএমপির উপ কমিশনার (দক্ষিণ) এস এম মেহেদী হাসান বলেন, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। ঘটনার পর দলীয় কার্যালয় থেকে মহিলা দলনেত্রী মনিসহ ১৫জনকে আটক করা হয়েছে। পুলিশের ৫ সদস্য আহত হয়েছে। অভিযান এখনও অব্যাহত রয়েছে।

 

ডিকেটি/এমকে

 


মন্তব্য
জেলার খবর