সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে গুমের সম্পৃক্ততা তদন্তে সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে বাংলাদেশে আগামী সংসদ নির্বাচনকে ঘিরে অন্তর্র্বতীকালীন সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপকে স্বাগত জানিয়েছে দেশটি।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি স্পোকসপারসন বেদান্ত প্যাটেল বিষয়টি জানিয়েছেন। বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন আয়োজনের সময় নির্ধারণের বিষয়ে যুক্তরাষ্ট্র পর্যবেক্ষণ অব্যাহত রাখবে বলেও প্রেস ব্রিফিংয়ে জানানো হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা ইস্যুতেও নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছে ওয়াশিংটন। বেদান্ত প্যাটেল বলেন, বাংলাদেশের জাতীয় নির্বাচনের পুরো প্রক্রিয়াজুড়ে আইনের শাসন, একইভাবে গণতান্ত্রিক মূলনীতির বাস্তবায়নকে উৎসাহিত করছি আমরা। শান্তিপূর্ণ উপায়ে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনের পক্ষেই আমাদের অবস্থান।
শেখ হাসিনার গুম সংশ্লিষ্টতা ও তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্যাটেল বলেন, বাংলাদেশে গত দুই দশকে শত শত বাংলাদেশিকে জোরপূর্বক গুম করা হয়েছে, এমন প্রতিবেদনে গভীরভাবে উদ্বিগ্ন আমরা। জোরপূর্বক গুম একটি গুরুতর মানবাধিকার লঙ্ঘন। আমরা অন্তর্র্বতী সরকারের এ অপরাধের তদন্তের প্রচেষ্টাকে স্বাগত জানাই। সেই সঙ্গে ভুক্তভোগী ও তাদের পরিবারের সদস্যদের জন্য ন্যায়বিচার নিশ্চিতের জন্য ন্যায্য ও স্বচ্ছ প্রক্রিয়াকে উৎসাহিত করছি আমরা।
বিডি২৪অনলাইন/আই/এমকে