”হু আর ইউ, ইবলিস কোথাকার”

সাতক্ষীরা প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০২৪

ডিসি মোস্তাক আহমেদকে চেনেন? হু আর ইউ, ইবলিস কোথাকারসাতক্ষীরা আহছানিয়া মিশনের সাধারণ সম্পাদক ও সাংবাদিক মোস্তাফিজুর রহমান উজ্জলকে নিজের অফিসে ডেকে নিয়ে এভাবেই কথা বলেছেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান ভুক্তভোগী মোস্তাফিজুর রহমান উজ্জল। তিনি বলেন,  ডিসি তার সঙ্গে চরম অসৌজন্যমূলক আচরণ করেছেন, অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন। এমন ক্রোধের এক পযায়ে মারতে উদ্যত হন। ডিসির আচমকা এ ধরনের আচরণে তিনি হতভম্ব  হয়ে পড়েন। পরিস্থিতি বেগতিক দেখে তাকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল ডিসির রুম থেকে বাইরে নিয়ে যান।

বুধবার সন্ধ্যার পর সংঘটিত এমন ঘটনা ডিসির রুম থেকে বের হয়েই জেলার সাংবাদিকদের জানান উজ্জল। একজন সাংবাদিদের সঙ্গে এমন আচরণে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি ও সম্পাদকসহ জেলার সাংবাদিকরা।

জানা গেছে, সাতক্ষীরা আহছানিয়া মিশনের কমিটি নিয়ে বিরোধের জেরে উজ্জলের উপর ক্ষুব্ধ রয়েছেন জেলা প্রশাসক। মিশনের ২৫ সদস্যের কার্যনির্বাহী কমিটির সভাপতি হলেন জেলা প্রশাসক।  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল বুধবার সকালে উজ্জলকে ফোন দিয়ে বলেন, সেকেন্ড হাফে জেলা প্রশাসক তাকে দেখা করতে বলেছেন। সেই মোতাবেক বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ে যান  উজ্জল।

বিডি২৪অনলাইন/কিশোর কুমার/সি/এমকে


মন্তব্য
জেলার খবর