এনআইডির ঝুলে থাকা চার লাখ আবেদন ৩ মাসে নিষ্পত্তি হবে

নিজস্ব প্রতিবেদক
১৯ ডিসেম্বর ২০২৪

ঝুলে থাকা পৌনে চার লাখ জাতীয় পরিচয় পত্র (এনআইডি) সংশোধন আবেদন আগামী তিন মাসের মধ্যে নিষ্পত্তি করা হবে। বিষয়টি জানিয়েছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাজধানী ঢাকার আগারগাঁওয়ের ইটিআই ভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে এ প্রসঙ্গে কথা বলেন মহাপরিচালক।

এনআইডি মহাপরিচালক আরও বলেন, দেশে এখন ১২ কোটি ১৮ লাখেরও বেশি ভোটার রয়েছে। এর মধ্যে অন্তত পৌনে চার লাখ এনআইডি সংক্রান্ত আবেদন নানা জটিলতায় অনিষ্পন্ন অবস্থায় রয়েছে। ইসির এনআইডি উইং এনআইডি সংক্রান্ত সেবা নিয়মিত দিয়ে আসছে বলেও জানান তিনি।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর