সম্পর্ক ঠিক রাখতে ৬৮৫ বিশিষ্ট ভারতীয় নাগরিকের খোলা চিঠি

নিজস্ব প্রতিবেদক
১৯ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশ ভারতের মধ্যে গত দশকেরও বেশি সময় ধরে চলমান শান্তি বন্ধুত্বপুর্ণ সম্পর্কেকে সমুন্নত রাখার আহ্বান জানিয়ে অন্তর্র্বতীকালীন সরকারকে খোলা চিঠি দিয়েছেন ভারতের ৬৮৫ জন বিশিষ্ট নাগরিক। সেই সঙ্গে তাদের প্রত্যেকেই  বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের উপর সব ধরনের হামলা বন্ধে অন্তর্র্বতী সরকারকে জরুরিভিত্তিতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। খবর ভারতের দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেস।

খবর অনুযায়ী, ৬৮৫ জন বিশিষ্ট নাগরিকের মধ্যে ভারতের সাবেক প্রধান নির্বাচন কমিশনার এস ওয়াই কুরাইশিসহ ১৯ জন অবসরপ্রাপ্ত বিচারক, ৩৪ জন সাবেক রাষ্ট্রদূত, ৩০০ জন শিক্ষাবিদ, ১৩৯ জন সাবেক আমলা, ১৯২ জন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা এবং ৩৫ জন সিভিল সোসাইটি সদস্য রয়েছেন। চিঠিতে ভারতবিদ্বেষী মনোভাবকে প্রশ্রয় না দেওয়ার আহ্বানও জানানো হয়েছে। ধরনের মনোভাবকে প্রশ্রয় দেওয়া হলে সেটা দুই দেশের সম্পর্কের ভিত্তিমূলকে আঘাত করবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর