চট্টগ্রাম সংবাদদাতা
কক্সবাজারের চকরিয়ায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ায় বাসটির অন্ততঃ ২০ যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে ঢাকার তিনজন সাংবাদিক রয়েছেন। সোমবার (২৯ মার্চ) উপজেলার হারবাং এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। একটি মালবাহী ট্রাককে সাইড দিতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারায়।
আহতরা হচ্ছেন- ঢাকা ট্রিবিউনের সাংবাদিক মাহমুদুল হক নিশাত(২৪), ইমরান হোসেন(২৮) ও আতিক মোস্তফা (২২), তাদের সহপাঠি নাফিজ (২৪), অর্নব (২৫), তামিম (২২), কায়েস (২২), মিশুক (২৪), জাকিয়া (২১), আর্জু (২৬) ও মৌ (২৬)। তারা সবাই ঢাকা থেকে সেন্টমার্টিন যাচ্ছিলেন। আহত অন্য যাত্রিদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। আহতদের চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্স, কক্সবাজার জেলা সদর হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় চিরিংগা হাইওয়ে পুলিশ।
চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ মো: সিরাজুল ইসলাম জানান, দুর্ঘটনায় পতিত বাসটি দুমড়ে মুড়চে গেছে।বাসটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়। এই ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ডিকেটি/এমকে