মারা গেছেন উপদেষ্টা হাসান আরিফ

নিজস্ব প্রতিবেদক
২০ ডিসেম্বর ২০২৪

অন্তর্বতীকালীন সরকারের বিমান পর্যটন এবং ভূমি উপদেষ্টা এফ হাসান আরিফ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার বিকাল তিনটার পর রাজধানী ঢাকার ল্যাবএইড হাসপাতালে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপদেষ্টার সহকারী একান্ত সচিব মো. আবিদ চৌধুরী।

ল্যাবএইড হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা চৌধুরী মেহের--খোদা দ্বীপ বলেন, বিকাল ৩টার দিকে উপদেষ্টা হাসান আরিফকে  তাদের হাসপাতালে নিয়ে আসা হয়। তিনি হার্ট অ্যাটাক করেছিলেন। সাড়ে তিনটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

অন্তর্বর্তীকালীন সরকারের আগে হাসান আরিফ ২০০৮ সালের জানুয়ারি থেকে ২০০৯ জানুয়ারি পর্যন্ত ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের আইন, বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয়, ভূমি এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন।

১৯৪১ সালের ১০ জুলাই ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায় জন্মগ্রহণ করেন হাসান আরিফ। কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে স্নাতক এবং পরবর্তীতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএলবি সম্পন্ন করেন তিনি।

 

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর