বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
শুক্রবার (২০ ডিসেম্বর) বিকালে দুবাই থেকে ঢাকায় ফেরেন প্রধান উপদেষ্টা। বিমানবন্দরে তাকে বহনকারী বিমান অবতরণের পরপরই উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুর খবর জানতে পারেন তিনি। এরপর সেখান থেকেই ল্যাবএইড হাসপাতালে ছুটে যান ড. ইউনূস।
শোকবার্তায় প্রধান উপদেষ্টা আরও বলেন, হাসান আরিফ একজন উজ্জ্বল আইনজীবী ছিলেন। ভিন্নমতাবলম্বী, ভিন্নমতের কণ্ঠস্বর ও আমাদের সমাজের প্রান্তিক মানুষের মানবাধিকার রক্ষায় তাঁর সক্রিয় ভূমিকার জন্য স্মরণীয় হয়ে থাকবেন তিনি।
প্রসঙ্গত, শুক্রবার বেলা সাড়ে ৩টায় ল্যাবএইড হাসপাতালে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান উপদেষ্টা হাসান আরিফ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৫ বছর।
বিডি২৪অনলাইন/এন/এমকে