খবর পেয়েই বড়ালের মাটি কাটা তড়িৎ বন্ধ করলো প্রশাসন

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
২১ ডিসেম্বর ২০২৪

বড়াল রক্ষা আন্দোলন কমিটির তোলা ছবি

পাবনার চাটমোহরে বোথড় এলাকায় বড়াল নদের মাটি কাটা বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। বড়াল রক্ষা আন্দোলন কমিটির লোকজনের কাছে থেকে খবর পাওয়ার পরপরই মাটি কাটা বন্ধে ব্যবস্থা নেয় প্রশাসন।

বড়াল রক্ষা আন্দোলন কমিটির সদস্য সচিব এস এম মিজানুর রহমান জানান, প্রচলিত আইন অনুযায়ী কেউ নদ-নদীর মাটি কাটতে পারবেন না, বিক্রিও করতে পারবেন না। তবে প্রযোজ্য ক্ষেত্রে ধর্মীয় ও দাতব্য প্রতিষ্ঠানের বেলায় কেবলমাত্র প্রশাসনের লিখিত অনুমতি নিয়ে মাটি কাটার সুযোগ আছে।

এলাকাবাসীসহ বড়াল রক্ষা আন্দোলন কমিটি সূত্রে জানা গেছে, শহরের অদুরে বোথড় এলাকায় বড়াল নদের মাটি কাটছিলেন স্থানীয় এক ব্যক্তি। এলাকাবাসীর কাছে থেকে খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরের পর ঘটনাস্থলে যান বড়াল রক্ষা আন্দোলন কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব। তখনও সেখানে মাটি কাটা চলছিল পুরোদমে। এ অবস্থায় সেখান থেকে ফিরে মাটি কাটার বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরীকে জানান তারা। এ সময় মাটি কাটা বন্ধে কাযকর পদক্ষেপ নিতে সহকারী কমিশনার (ভূমি)- কে তড়িৎ নির্দেশ দেন তিনি। এরপর সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে গিয়ে মাটি কাটা বন্ধের নির্দেশ দেন মাটি কাটার সঙ্গে জড়িতদের। তখন নদী থেকে মাটি কাটা বন্ধ করে দেয় তারা। তড়িৎ মাটি কাটা বন্ধ করে দেওয়ায় এলাকাবাসী ও বড়াল রক্ষা আন্দোলন কমিটি উপজেলা প্রশাসকে সাধুবাদ জানিয়েছেন।

 

বিডি২৪অনলাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর