ঢাকা শহরে চাঁদাবাজদের তালিকা তৈরি করা হচ্ছে উল্লেখ করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, ২/৩ দিনের মধ্যে তালিকা ধরে গ্রেপ্তার শুরু হবে। দুই-তিনদিনের মধ্যে তালিকা ধরে অভিযান শুরু হবে। চাঁদাবাজির কারণে নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে।
শনিবার (২১ ডিসেম্বর) রাজধানী ঢাকার কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, চাঁদাবাজির কারণে নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় নিম্ন ও মধ্য বিত্ত শ্রেণির মানুষের দুর্ভোগ হচ্ছে। চাঁদাবাজি বন্ধ করতে হবে। তিনি বলেন, কেউ চাঁদাবাজি করবেন না। চাঁদাবাজি করলে কাউকে ছাড় দেওয়া হবে না।
ঢাকায় মোবাইল ছিনতাই বেড়েছে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, রাস্তা-ঘাটে বের হলে সবাইকে সচেতন হয়ে চলাচল করতে হবে।
বিডি২৪অনলাইন/এন/এমকে