জট খুলেছে আলোচিত স্কুলছাত্রী কল্পনা হত্যার, বাগানে নিয়েছিল চাচা

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
২১ ডিসেম্বর ২০২৪

পাবনার চাটমোহরে প্রাথমিকের স্কুলছাত্রী কল্পনা খাতুন হত্যার জট খুলেছে। নেশার প্রভাবে কাম চরিতার্থের জন্য ভুক্তভোগীকে বাগানে নেওয়া হয়েছিল। এরপর কান্নাকাটি শুরু করলে লোক জানাজানি হওয়ার ভয়ে সেখানেই তাকে হত্যা করা হয়।

আলোচিত এ হত্যাকান্ডে নুরুজ্জামান মল্লিক ওরফে নূর জামাল নামে একজনকে গ্রেফতার করা হয়। এরপর তার মুখ থেকেই হত্যার কারণ ও কিভাবে ভুক্তভোগীকে হত্যা করা হয়েছে- সেটা জানতে পারে পুলিশ। নূর জামাল সম্পর্কে কল্পনা খাতুনের প্রতিবেশি চাচা। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

শনিবার (২১ ডিসেম্বর) মামলাটির বিষয়ে প্রেস ব্রিফিং করে জেলা পুলিশ। প্রেস ব্রিফিংয়ে আসামি গ্রেফতার, হত্যার কারণ জানান পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কাজী শাহনেওয়াজ। এ সময় চাটমোহর থানার অফিসার ইনচার্জ মঞ্জুরুল আলম উপস্থিত ছিলেন।

নুরুজ্জামান মল্লিক ওরফে নুর জামাল (১৭) চাটমোহর উপজেলার চর মথুরাপুর গ্রামের আনিসুর রহমান মল্লিকের ছেলে। আদালতে সে ১৬৪ ধারায় হত্যাকান্ডে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। সে একাই কল্পনাকে হত্যা করেছে বলে জানিয়েছেন পুলিশের দায়িত্বশীল একজন কর্মকর্তা।

গত ১৪ ডিসেম্বর (শনিবার) সকালে পৈলানপুর এলাকার একটি লিচু বাগান থেকে কল্পনা খাতুনের লাশ উদ্ধার করে পুলিশ।

হত্যাকান্ড সম্পর্কে পুলিশ বলছে- গত ১৩ ডিসেম্বর কল্পনা খাতুনের পাশের গ্রাম দহপাড়ায় ইসলামী জালসা ছিল। সেই জালসায় গিয়েছিল কল্পনা খাতুন। জালসা ছিল নুর জামালও, সেখানে সে এক মাদক বিক্রেতার কাছে থেকে মাদক কেনে ও সেবন করে। এরপর নেশায় বুদ হয়ে পড়ে। পরে কল্পনা খাতুনকে দেখতে পেয়ে তাকে বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে সে।

পুলিশ জানায়, অভিযুক্তের কথা মতো কল্পনা তার সঙ্গে বাড়ির দিকে রওনা দেয়। কিন্তু  অভিযুক্ত তাকে বাড়িতে না নিয়ে ওই লিচু বাগানে নিয়ে যায়। এদিকে বাড়ির পরিবর্তে লিচু বাগানে নিয়ে আসায় শিশুটি কান্নাকাটি শুরু করে, সেই সঙ্গে তাকে বাড়িতে নিয়ে যাওয়া কথা বলে অভিযুক্তকে। এ সময় কান্নাকাটির কারণে লোকজন জেনে যাবে, এমন ভয়ে কল্পনা খাতুনের গলা চেপে ধরে সে। এতে অচেতন হয়ে পড়লে মৃত্যু নিশ্চিত করার জন্য কল্পনার পায়জামা খুলে তার গলায় ফাঁস দেয় অভিযুক্ত। এরপর সেখান থেকে সেই জালসায়  ফিরে যায় সে।

পুলিশ বলছে, লাশ উদ্ধারের পর তদন্তে নামে পুলিশ। পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তা গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ( ২১ ডিসেম্বর) রাত দেড়টার দিকে নুরুজ্জামান মল্লিক ওরফে নূর জামালকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আদালতে চার্জশিট দেওয়া হয়েছে।

 

বিডি২৪অনলাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর