পঁচিশের শেষ দিকে নির্বাচনের দাবি জামায়াতের

নিজস্ব প্রতিবেদক
২১ ডিসেম্বর ২০২৪

 

আগামী বছরের শেষের দিকে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির . সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বলেছেন, তারা যদি আংশিক সংস্কার করে, আমরা মনে করি তিন থেকে ছয় মাসের মধ্যেই প্রয়োজনীয় সংস্কার সাধন করা সম্ভব।

শনিবার (২১ ডিসেম্বর) কুমিল্লার চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জামায়াতের নায়েবে আমির বলেন, আগামী নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক হতে হবে, সেটা ২০২৫ সালের মধ্যেই হতে হবে, প্রধান উপদেষ্টা বলেছেন সম্ভব।

জামায়াত ক্ষমতায় গেল নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে নিজের পরিবারের উদাহরণ দেন ড. তাহের। বলেন, আমার স্ত্রী একজন প্রফেসর। বড় মেয়ে ডাক্তার, দ্বিতীয় মেয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ছোট মেয়ে একজন আর্কিটেক্ট। তাহলে আমরা ক্ষমতায় এলে যদি চাকরি করা না যায়, তাহলে আমার পরিবার তো চাকরি করতে পারছে না। এটা আমাদের বিরুদ্ধে আসলে অপপ্রচার।

 

জামায়াতে ইসলামী একটি কল্যাণের রাষ্ট্র চায় জানিয়ে জামায়াতের এ নেতা বলেন, কল্যাণরাষ্ট্র মানেই হচ্ছে ন্যায়বিচার, অধিকার, ইজ্জত পাবেন। প্রত্যেকটি মানুষ দল-মত নির্বিশেষে ন্যায্য অধিকার ভোগ করতে পারবে। রাষ্ট্রের দায়িত্বই থাকবে মানুষের কাছে তার অধিকার ফিরিয়ে দেওয়া।

 

বিডি২৪অনলাইন/আরডি/এমকে


মন্তব্য
জেলার খবর