মানুষের জানমালের নিরাপত্তা হুমকির মুখে

নিজস্ব প্রতিবেদক
২২ ডিসেম্বর ২০২৪

দেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে মানুষের দুঃসহ হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ। তার মতে, এখন মানুষের জানমালের নিরাপত্তা হুমকির মুখে দাঁড়িয়েছে।  এমন অবস্থায় আতঙ্কিত সাধারণ মানুষ।

শনিবার (২১ ডিসেম্বর) রাজধানী ঢাকায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি হাফেজ কামরুল ইসলাম হত্যার বিষয় নিয়ে পর্যালোচনায় এসব কথা বলেন।

ইসলামী আন্দোলন মহাসচিব বলেন, হাফেজ কামরুল হাসানকে সায়েদাবাদে সন্ত্রাসী ছিনতাইকারী চক্রের ছুরিকাঘাতে প্রাণহানির ঘটনা দেশবাসীকে হতবাক করেছে। এভাবে ছিনতাই, চাঁদাবাজির মতো অপরাধ অব্যাহত থাকলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়বে।

তিনি আরও বলেন, ভোজ্য তেলের মূল্য বৃদ্ধির পরও বাজারে তেলের সংকট, চালের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ অসহায় হয়ে পড়েছে। এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকারকে দ্রুত কার্যকরী পদক্ষেপ নিতে হবে। অন্যথায় যে কোনো সময় মানুষ ফুঁসে উঠতে পারে বলেও জানান তিনি।

এসময় ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব মাওলানা মূহাম্মাদ ইমতিয়াজ আলম, দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, সহপ্রচার প্রচার দাওয়াহ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম কবির, কেন্দ্রীয় সদস্য মুহাম্মাদ শহিদুল ইসলাম মুফতী মোস্তফা কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।

 

বিডি২৪অনলাইন/আরডি/এমকে


মন্তব্য
জেলার খবর