রোহিঙ্গা অনুপ্রবেশ আটকানো খুব কঠিন হচ্ছে

নিজস্ব প্রতিবেদক
২২ ডিসেম্বর ২০২৪

রোহিঙ্গা অনুপ্রবেশ আটকানো খুব কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বলেছেন, সীমান্তে দুর্নীতির মাধ্যমে বাংলাদেশে ঢুকছে রোহিঙ্গারা।

রোববার (২২ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান।  উপদেষ্টা বলেন, সীমান্তে প্রচুর দুর্নীতি আছে। এটা সত্য, অস্বীকার করার কোনো উপায় নেই।  তিনি বলেন, রোহিঙ্গারা নৌকা নিয়ে ঢুকছে। কেবল যে কোনো একটি সীমান্ত দিয়েই নয়, বিভিন্ন জায়গা দিয়ে ঢুকছে তারা।  সীমান্ত এবং রাখাইনের সমস্যা সমাধানে মিয়ানমারকে বাংলাদেশ তাগিদ দিয়েছে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর