গ্রেপ্তারের বিষয়ে সতর্কবার্তা পাওয়ার পর পোল্যান্ড সফর বাতিল করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পোল্যান্ডের উপ পররাষ্ট্রমন্ত্রী লাদিস্লো বার্তোসজেউস্কি দেশটির সংবাদমাধ্যম রিজেকপসপলিটাকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি জানিয়েছেন।
প্রতি বছর জানুয়ারি মাসে আউশউইৎজ মুক্তি উদযাপন করে পোল্যান্ড। আগামী বছরে ৮০ তম এ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল নেতানিয়াহুর।
পোল্যান্ডের উপ পররাষ্ট্রমন্ত্রী বলেন, যদি নেতানিয়াহু পোল্যান্ড সফরে আসেন আসেন, তাহলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিসি) পরোয়ানা অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করবে পোল্যান্ড সরকার। কারণ আইসিসির নির্দেশনা মেনে চলার জন্য চুক্তিবদ্ধ তার দেশ। আর বিষয়টি ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তরের কর্মকর্তাদের জানিয়ে দিয়েছি আমরা।
উপ পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ বার্তা দেওয়ার পর ইসরায়েলের সরকার আমাদের জানিয়েছে, এবার পোল্যান্ডে আসছেন না নেতানিয়াহু।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্মম সামরিক অভিযান পরিচালনার নির্দেশ এবং সেখানকার বাসিন্দাদের খাবার, পানি ও ওষুধ থেকে বঞ্চিত করার অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি)
এদিকে নেতানিয়াহুর সফর ইস্যূতে বিস্তারিত জানতে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছিল ইসরায়েলের বিভিন্ন সংবাদমাধ্যম। কিন্তু এ ইস্যুতে কথা বলতে রাজি হননি কোনো কর্মকর্তা। সূত্র : আরটি, টাইমস অব ইসরায়েল