ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ। তাকে বিচার প্রক্রিয়ার জন্য ফেরত চাওয়া হচ্ছে সেটা ভারতকে জানানো হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) সাংবাদিকদের বিষয়টি জানান অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, শেখ হাসিনাকে ফেরত চাওয়ার ব্যাপারটি কূটনৈতিক পত্রের মাধ্যমে জানানো হয়েছে ভারতকে।
এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, শেখ হাসিনাকে ফেরানোর জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। কোন উপায়ে শেখ হাসিনাকে ফেরত পাঠানো হবে এ প্রসঙ্গে তিনি বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি আছে। ওই চুক্তি অনুযায়ী হবে।
প্রসঙ্গত, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকে সেখানেই অবস্থান করছেন এ স্বৈরশাসক।
বিডি২৪অনলাইন/আরডি/এমকে