অতীতে যারা নির্বাচনী অপরাধ করেছেন তাদের শাস্তির মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। আগামী জাতীয় নির্বাচনের ভোটগ্রহণের ব্যবস্থা প্রসঙ্গে বলেছেন, নির্বাচন ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর ব্যবহার থাকবে না।
সোমবার (২৩ ডিসেম্বর) রাজধানী ঢকায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে এক গোলটেবিল বৈঠকে এ কথা বলেন। প্রধান উপদেষ্টার কাছে কমিশনের খসড়া কিছু মতামত প্রস্তাবের কথা জানিয়ে তিনি বলেন, সেখানে বলেছি, নো ইভিএম এবং যারা ইভিএম করেছে, তাদের তদন্ত হওয়া উচিৎ। আগামী নির্বাচনগুলোতে না ভোটের বিধান যুক্ত করার বিষয়েও প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।
বদিউল আলম মজুমদার বলেন, সংস্কারের পক্ষে ব্যাপক জনমত সৃষ্টি করতে হবে। আমাদের বৈষম্য দিন দিন আকাশচুম্বী হচ্ছে, অর্থনৈতিক বৈষম্য দিন দিন বেসামাল পর্যায়ে যাচ্ছে। এর অবসান করতে হবে। যারা মানবতাবিরোধী অপরাধ, অর্থনৈতিক অপরাধ এবং অন্যান্য ফৌজদারি অপরাধ করেছে, তাদের ন্যায়বিচারের মাধ্যমে শাস্তির আওতায় আনতে হবে।
বিডি২৪অনলাইন/এন/এমকে