সিংড়ায় এমপি প্রার্থীতা ঘোষণা করলেন জার্জিস বাবু

সিংড়া (নাটোর) প্রতিনিধি
২৪ ডিসেম্বর ২০২৪

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নাটোর- (সিংড়া) আসনে নিজেকে এমপি প্রার্থীতা ঘোষণা দিয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ রাজনৈতিক বিশ্লেষক এস এম জার্জিস কাদির বাবু। সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের মৌগ্রাম ঈদগাহ মাঠে এক মতবিনিময় সভায় এ ঘোষণা দেওয়া হয়।

সোমবার রাতে গ্রামবাসী আয়োজিত মতবিনিময় অনুষ্ঠানে মসলেম উদ্দিন প্রামাণিক এর সভাপতিত্ব করেন। বক্তব্য দেন জার্জিস কাদির বাবুর সহধর্মিণী নুরমহল, ছেলে এস এম অনিন্দ্য জার্জিস, সহকারী অধ্যাপক জনাবুল ইসলাম বাচ্চু, আলহাজ্ব আত্তাব, সরদার মোহাম্মদ আলী, সরদার আফছার, দুদু, আব্দুল প্রমুখ।

জার্জিস কাদির বাবু বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তিনি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ। মৌগ্রামের বাসিন্দা তিনি। কৃতিত্ব হিসেবে তার অর্জনের তালিকায় আছে- ইন্দিরা গান্ধী শান্তি পুরষ্কার, জজ হ্যারিসন স্বাধীনতা পুরষ্কার বিচারপতি মাহবুব মোর্শেদ স্বর্ণ পদক।

জার্জিস বাবু তার বক্তব্যে বলেন, রাজনীতি সংসদে শিক্ষিত ব্যক্তি দরকার। বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের একজন সম্মুখযোদ্ধা হিসেবে আজীবন জনপদ মানুষের সেবা করার লক্ষ্যে নাটোর- (সিংড়া) আসন থেকে নির্বাচন করে সংসদে প্রতিনিধিত্ব করতে চাই।

 

বিডি২৪অনলাইন/এমরান আলী রানা/সি/এমকে


মন্তব্য
জেলার খবর