সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসড়া চূড়ান্ত অনুমোদন

নিজস্ব প্রতিবেদক
২৪ ডিসেম্বর ২০২৪

সাইবার সুরক্ষা অধ্যাদেশ- ২০২৪ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ। মঙ্গলবার ((২৪ ডিসেম্বর)  রাজধানী ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে  প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

প্রেস সচিব বলেন, বর্তমান অন্তর্বতীকালীন সরকার সাইবার স্পেসকে সবার জন্য নিরাপদ করতে চায়। সাইবার স্পেসে অনেক ধরনের ক্রাইম হয় জানিয়ে তিনি বলেন, আমাদের মা-বোনরাসহ অনেকেই নানা ধরনের বুলিংয়ের শিকার হন। শিশুদের অনেক ধরনের বুলিংয়ের শিকার হতে হয়। তাই সাইবার স্পেসকে নিরাপদ করা সরকারের দায়িত্ব।

বিগত সরকারের আমলে সাইবার সিকিউরিটি অ্যাক্টটি খুবই বিতর্কিত ছিল জানিয়ে তিনি বলেন, স্বৈরাচার শেখ হাসিনা আইনটিকে ভিন্নমতের লোকজনের কণ্ঠ রোধে ব্যবহার করেছিল।

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর