আফগানিস্তানের পাকতিকা প্রদেশে ব্যাপক বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এতে নারী ও শিশুসহ কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সন্ত্রাসীদের আস্তানা লক্ষ্য করে এ হামলা চালানো হয়। যদিও পাকিস্তানি কর্মকর্তারা এখনও আনুষ্ঠানিকভাবে এ হামলার বিষয়টি নিশ্চিত করেনি। খবর ভারতীয় বার্তাসংস্থা এএনআই এবং আফগান সংবাদমাধ্যম খামা প্রেস
আফগান ভূখণ্ডে পাকিস্তানের এ হামলার ঘটনা এমন সময়ে ঘটল, যখন পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা বিরাজ করছে।
খবরে বলা হয়েছে, পাকতিকা প্রদেশের বারমাল জেলায় লামানসহ সাতটি গ্রামকে লক্ষ্য করে দফায় দফায় বিমান হামলা চালায় পাকিস্তানি সামরিক বাহিনী। হামলায় নিহতদের মধ্যে এক পরিবারের পাঁচ সদস্য রয়েছেন। বিমান হামলায় বারমালের মুর্গ বাজার গ্রামটি ধ্বংস হয়ে গেছে বলেও খবরে ইঙ্গিত দেওয়া হয়েছে।
ওদিকে হামলার ফলে বেসামরিক মানুষ গুরুতরভাবে হতাহত হয়েছেন এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটেছে। এ হামলা এ অঞ্চলে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে। হামলার পর উদ্ধার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। হামলার দায় স্পষ্ট করতে আরও তদন্ত প্রয়োজন বলেও খবরে জানানো হয়েছে।
এদিকে এ হামলার ঘটনায় নিন্দা জানানোর পাশাপাশি তালেবানের প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। তারা বলেছে, তাদের ভূখণ্ড এবং সার্বভৌমত্ব রক্ষা করা তাদের বৈধ অধিকার। অন্যদিকে পাকিস্তানি কর্মকর্তারা এখনও আনুষ্ঠানিকভাবে হামলার বিষয়টি নিশ্চিত না করলেও দেশটির সামরিক বাহিনীর ঘনিষ্ঠ নিরাপত্তা সূত্রগুলো ইঙ্গিত দিয়েছে, সীমান্তের কাছে তালেবানদের আস্তানাকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে।
বিডি২৪অনলাইন/আই/এমকে