ফ্যাসিবাদ আওয়ামী লীগের ধ্বংস করে রেখে যাওয়া দেশের সব প্রতিষ্ঠানের সংস্কার শেষেই নির্বাচনের দিকে এগোবে অন্তবর্তীকালীন সরকার। শুধুমাত্র একটা নির্বাচন কিংবা ভোটের জন্য এতগুলো মানুষ প্রাণ দেয়নি। বিষয়টি জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বুধবার (২৫ ডিসেম্বর) ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ অডিটরিয়ামে শতীর্তদের শীতবস্ত্র বিতরণ ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
উপদেষ্টা আরও বলেন, অন্তবর্তীকালীন সরকারের ক্লিয়ার ম্যান্ডেড হচ্ছে- আমরা সংস্কার কার্যক্রমগুলো করবো। আপনারা জানেন অন্তবর্তী সরকারের গঠন করা কমিশনগুলোর ৩ মাস সময় হয়ে যাচ্ছে। কমিশনগুলো প্রস্তাবনা জমা দিবেন। তারপরে আমরা যারা স্টেক হোল্ডার আছেন, তাদের সাথে বসে আলোচনার মাধ্যমে সংস্কার করে নির্বাচনের দিকে যাবো।
ঠাকুরগাঁও জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) সরদার মোস্তফা শাহিনের সভাপতিত্বে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথের সঞ্চালনায় আরও বক্তব্য দেন- অতিরিক্ত পুলিশ সুপার লিজা বেগম ও ঠাকুরগাঁও এলজিইডি'র নির্বাহী প্রকৌশলী মামুন বিশ্বাস প্রমুখ।
বিডি২৪অনলাইন/সামানুর ইসলাম/সি/এমকে