স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, রাষ্ট্রের দূর্নীতিগ্রস্থ সব প্রতিষ্ঠান সংস্কার করা হবে। বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে, অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, রাষ্ট্রের সব প্রতিষ্ঠান যেভাবে দূর্নীতির করাল গ্রাসে ভেঙে পড়েছে, এ প্রতিষ্ঠানগুলোকে সংস্কার এবং পুনর্গঠনের মাধ্যমে বাংলাদেশ গড়ার জন্য অন্তর্র্বতীকালীন সরকার কাজ করে যাচ্ছে। আপনাদের জায়গা থেকে সমর্থন দিয়ে সংস্কার কার্যক্রমের সাথে থাকবেন। আপনাদের মতামত সহযোগিতা এবং সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. সাবেত আলীর সভাপতিত্ব করেন। আরও বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার এস এম শফিকুল ইসলাম,তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বি, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারন সম্পাদক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম জেলা জামায়াতের আমীর মাওলানা ইকবাল হোসাইন প্রমূখ।
বিডি২৪অনলাইন/সম্রাট হোসাইন/সি/এমকে