মন্তব্য
পঞ্চগড়ে শীতার্তদের মাঝে ৫শ’ শীতবস্ত্র বিতরণ করেছে ঢাকার ফকির গ্রুপ নামে একটি প্রতিষ্ঠান। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে নুরানি তালিমুল কোরআন মডেল মাদ্রাসা ও গরিনাবাড়ি ইউনিয়ন পরিষদ মাঠে শীতবস্ত্র বিতরণ করা হয়।
জানা যায়, ফকির গ্রুপের ও শাহজালাল ইসলামী ব্যাংকের পরিচালক বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানের পক্ষ থেকে ৫শ কম্বল বিতরণ করা হয়। এ সময় গরিনাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মনোয়ার হোসেন দিপু,ফকির গ্রুপ আইটি বিভাগের সহকারী ব্যবস্থাপক জসিম উদ্দীন,হিসাব শাখার সিনিয়র অফিসার আশরাফুজ্জামান,নুরানি তালিমুল কোরআন মডেল মাদ্রাসার মুহতামিম হাফেজ মকলেছুর রহমান বক্তব্য দেন।
বিডি২৪অনলাইন/সম্রাট হোসাইন/সি/এমকে