রাজধানী ঢাকায় প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুনের উৎস, কারণ এবং পেছনে কেউ জড়িত আছে কিনা, এসব খুঁজতে ৭ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আগামী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে কমিটিকে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি হয়েছে। কমিটিতে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (জেলা ও মাঠপ্রশাসন) মোহাম্মদ খালেদ রহীমকে আহ্বায়ক করা হয়েছে। আর সদস্য-সচিব রাখা হয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিনিধিকে (যুগ্মসচিব পদমর্যাদার নিচে নয়)। সদস্য হিসেবে রয়েছে- জননিরাপত্তা বিভাগের প্রতিনিধি (যুগ্মসচিব পদমর্যাদার নিচে নয়), দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিনিধি (যুগ্মসচিব পদমর্যাদার নিচে নয়), স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধি (যুগ্মসচিব পদমর্যাদার নিচে নয়), ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রতিনিধি এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রতিনিধি।
কমিটির কার্যপরিধিতে বলা হয়, অগ্নিকাণ্ডের উৎস ও কারণ উদঘাটন, এর পেছনে কারো ব্যক্তিগত বা পেশাগত দায়দায়িত্ব আছে কি না সেটা উদঘাটন এবং এ জাতীয় দুর্ঘটনা প্রতিরোধে সুপারিশ করা।
বিডি২৪অনলাইন/এন/এমকে