আনুপাতিক হারে হতে হবে আগামী নির্বাচন: জামায়াতের আমির

নিজস্ব প্রতিবেদক
২৬ ডিসেম্বর ২০২৪

যে দল যত পারসেন্ট ভোট পাবে, সেই দল সংসদে তত পারসেন্ট প্রতিনিধিত্ব করলে কোনো নির্দিষ্ট দলের হাতে দেশ এবং ভোট জিম্মি হওয়ার আর আশঙ্কা থাকবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। বলেছেন, জন্য আমরা চাই- আনুপাতিক হারে আগামী নির্বাচনটা হোক। এতে করে এক পারসেন্ট ভোটও যদি কোনো দল পায়, তাহলে সেই দলের যোগ্য লোক থাকলে তারাও সংসদে গিয়ে প্রতিনিধিত্ব করবে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) খুলনার কয়রার কপোতাক্ষ কলেজ ময়দানে উপজেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে এসব কথা বলেন। জামায়াতের আমীর আরও বলেন, আগামী নির্বাচন সুষ্ঠু হওয়া চাই। আর সুষ্ঠু নির্বাচনের জন্য কতগুলো বাস্তবভিত্তিক এবং মৌলিক সংস্কার চাই।

সংস্কারের সঙ্গে সঙ্গে বর্তমান সরকারকে নির্বাচনের রোডম্যাপ দেওয়ার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, রোডম্যাপ দেওয়ার আগে উপযুক্ত পরিণত বয়স যাদের হয়েছে, তাদের সবার ভোটের তালিকা নিশ্চিত দেখতে চাই। আমাদের সন্তানরা তিনটি নির্বাচনে ভোট দিতে পারেনি। তাই ভোটের প্রতি ঘৃণা সৃষ্টি হয়েছিল। ভোটের সেই অধিকার তারা ফিরিয়ে দিয়েছে। তাদের সবার ভোট নিশ্চিত করতে হবে। ছাড়া বিশ্বের বিভিন্ন দেশ থেকে যারা আমাদের সঙ্গে লড়াই করেছে, যুদ্ধ করেছে সেই প্রবাসীদেরও ভোট নিশ্চিত করতে হবে। বিশ্বের বিভিন্ন দেশে থাকা বাংলাদেশি প্রবাসী সবার ভোটের তালিকা সম্পন্ন হওয়ার পরেই নির্বাচন দিতে হবে।

 

বিডি২৪অনলাইন/আরডি/এমকে


মন্তব্য
জেলার খবর