জড়িত আমলাদের ছাড় দেওয়া হচ্ছে না

নিজস্ব প্রতিবেদক
২৭ ডিসেম্বর ২০২৪

প্রশাসনের স্বাভাবিক গতি ঠিক রেখে একই সঙ্গে ঢেলে সাজানোর কাজটিও করা হচ্ছে। আর ফৌজদারি অপরাধে জড়িত প্রশাসনের আমলাদের কাউকে ছাড় দেওয়া হচ্ছে না। এ ক্ষেত্রে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে ব্যবস্থা গ্রহণ করছে সরকার।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাজধানী ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে আসেন অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন জলবায়ু এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিষয়টি জানান তিনি।

সাংবাদিকদের প্রশ্নটি ছিল- বিগত সরকারের আমলে যেসব আমলা বিভিন্ন অপকর্মের সহযোগী ছিলেন, তাদের ছাড় দেওয়া হচ্ছে কি না। উপদেষ্টা আরও বলেন, কাউকে অপরাধী সাব্যস্ত করার আগে রাষ্ট্রীয় পর্যায়ে একটা তদন্ত হয় তার বিরুদ্ধে। সেই তদন্তের কাজ শেষে অনেকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কাউকে কাউকে ওএসডি, অনেককে চাকরি থেকে সরানো এমনকি কেউ কেউ কারাগারেও গেছেন।

ব্রিফিংয়ে সরকারের নানান উদ্যোগের কথা জানানোর জন্য স্বরাষ্ট্র উপদেষ্টাসহ স্থানীয় সরকার, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা উপস্থিত ছিলেন।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর