ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্ট্রান ধর্মালম্বী মানুষ নিয়ে সম্প্রীতি সমাবেশ হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ অডিটরিয়াম হলে ঠাকুরগাঁও জেলা পুলিশ এ সমাবেশের আয়োজন করে। সমাবেশে দেশের কল্যাণে এক হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন সব ধর্মের মানুষেরা।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পলাশ কুমার দেবনাথ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আরাফাত হোসাইন, উপজেলা বিএনপি'র ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. সৈয়দ আলম, উপজেলা জামায়াতের আমির রফিকুল ইসলাম, উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক ড.টিএম মাহবুবর রহমান, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আবেদুর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিদ্যানাথ বর্মণ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি রাসেল ও রবিউল ইসলাম প্রমুখ।
সমাবেশে বক্তারা জানান, বালিয়াডাঙ্গী উপজেলায় বিগত দিনগুলোকে সব ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন অটুট ছিল। আগামীর দিনগুলোতে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। ভারতের অপ্রচার ও গুজব থেকে সীমান্তের মানুষ সচেতন থাকার পরামর্শ দেন বক্তারা।
বিডি২৪অনলাইন/সামানুর ইসলাম/সি/এমকে