পঞ্চগড়ে ১২শ’ শিক্ষার্থী নিয়ে শীত আনন্দ উৎসব করেছে শিশুস্বর্গ ফাউন্ডেশন নামের স্থানীয় একটি সংগঠন। উৎসবের দিনে জেলার ১১ টি স্কুলের এসব শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র, স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
এভারেস্ট ফার্মাসিউটিক্যালসের সহযোগিতায় শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে তেঁতুলিয়া উপজেলার মাথাফাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উৎসব হয়। জেলায় ৭ হাজার শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ উপহারের অংশ হিসেবে ৪র্থ পর্যায়ের আয়োজিত এ অনুষ্ঠানে ব্রাইট স্টার ক্লাবের তাজ উদ্দীন আহম্মেদ সভাপতিত্ব করেন
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার বিভাগ, রংপুরের পরিচালক আবু জাফর, অতিরিক্ত পুলিশ সুপার এস এম শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বী,তেঁতুলিয়া থানার অফিসার ইনচার্জ,এনায়েত কবীর, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম, শিশুস্বর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কবীর আহমেদ আকন্দ, এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর জাকির হোসেন, ডিরেক্টর মোহাম্মদ মঞ্জু মোল্লা,
বিডি২৪অনলাইন/সম্রাট হোসাইন/সি/এমকে