সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় রুদ্ধদ্বার বৈঠক

নিজস্ব প্রতিবেদক
২৯ ডিসেম্বর ২০২৪

পুরোনা ফাইল ছবি

রাজধানী ঢাকায় প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ের ৭ নম্বর ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বৈঠক করেছে  এ অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত উচ্চপর্যায়ের তদন্ত কমিটি। শনিবার (২৮ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে রুদ্ধদ্বার এ বৈঠক হয়, এটা ছিল দ্বিতীয় ধাপের বৈঠক। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, এ অগ্নিকান্ড নাশকতামূলক ছিল কিনা, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠকে। এ ঘটনায় ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কোনো ত্রুটি ছিল কিনা, সেটি খতিয়ে দেখার বিষয়টি উঠে আসে বৈঠকে। সেই সঙ্গে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ উদ্ধারসহ তদন্তের গুরুত্বপূর্ণ নানা দিক নিয়ে আলোচনা হয়।

শনিবার বেলা সাড়ে তিনটার পরে বৈঠক শুরু হয়, শেষ হয় পৌনে চারটার পরপরই।  প্রায় সোয়া ঘণ্টা ধরে চলে বৈঠকে। বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব . নাসিমুল গণি সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন- গৃহায়ন গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. হামিদুর রহমান খান, পুলিশ মহাপরিদর্শক . বাহারুল আলম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব (রাজনৈতিক আইসিটি) আবু হেনা মো. মোস্তফা জামান, সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন অর্থ) মো. আতাউর রহমান খান, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রি. জে. মুহাম্মদ জাহেদ কামাল, ব্রি. জে. মাহবুবুর রাসেল, ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী, জননিরাপত্তা বিভাগের যুগ্মসচিব(প্রশাসন অধিশাখা) মো. আব্দুল্লাহ হাক্কানী, জননিরাপত্তা বিভাগের যুগ্মসচিব মু. জসীম উদ্দিন খান, জননিরাপত্তা বিভাগের যুগ্মসচিব (রাজনৈতিক-) কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম, গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (/এম পিএন্ডটি জোন) আশরাফুল হক, গণপূর্ত ডিজাইন সার্কেল- এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, গণপূর্ত সার্কেল- এর তত্ত্বাবধায়ক/নির্বাহী প্রকৌশলী . সাত্তার। বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক . তানভীর মনজুর, যন্ত্রকৌশল বিভাগের প্রাক্তন অধ্যাপক . মাকসুদ হেলালী, কেমিক্যাল বিভাগের সহযোগী অধ্যাপক . মো. ইয়াছির আরাফাত খান, তড়িৎ ইলেকট্রনিক কৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ইয়াসির আরাফাত, এসডিই রাকিবুল হাসান।

তারা ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ের ১৮-২০ জন ঊর্ধ্বতন কর্মকর্তা বৈঠকে অংশগ্রহণ করেন।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর