দক্ষিণ কোরিয়ায় যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে ৬২ জন নিহত হয়েছেন। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিমানটিতে যাত্রী ও ক্রু মিলে ১৮১ জন ছিলেন। দেশের দক্ষিণে মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনাটি ঘটে। খবর বার্তাসংস্থা রয়টার্স ও সংবাদমাধ্যম আল জাজিরা
খবরে বলা হয়েছে, রোববার সকালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে যায় বিমানটি। জেজু এয়ারের ৭সি২২১৬ ফ্লাইটটিতে ১৭৫ জন যাত্রী এবং ছয়জন ক্রু ছিল।
এদিকে ইয়োনহাপ নিউজ এজেন্সি জানিয়েছে, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। বিমান দুর্ঘটনার পর দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই সাং-মু উদ্ধার অভিযানের জন্য সর্বাত্মক প্রচেষ্টার নির্দেশ দিয়েছেন। ইতোমধ্যে দুজনকে জীবিত পাওয়া গেছে। অবতরণের চেষ্টা করার সময় ‘পাখির সাথে সংঘর্ষের ফলে ল্যান্ডিং গিয়ারে ত্রুটির কারণে’ দুর্ঘটনাটি ঘটেছে বলে মনে করা হচ্ছে।
বিডি২৪অনলাইন/আই/এমকে