নাটোরের গুরুদাসপুরে ৯টি ইটভাটার মালিককে জরিমানা করা হয়েছে। লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় এবং কৃষিজমির শ্রেণি পরিবর্তন না করে ইটভাটায় ইট প্রস্তুত করায় এ জরিমানা করা হয়। জরিমানার পরিমাণ মোট ২৮ লাখ টাকা।
রোববার (২৯ডিসেম্বর) এ জরিমানার আদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সালমা আক্তার। এর আগে ইটভাটাগুলোতে অভিযান চালায় প্রশাসন। এ সময় লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
সুত্র জানায়, এমজেডএম ব্রিকস ভাটা মালিককে ৪ লাখ এবং অন্য ইটভাটাকে ৩ লাখ করে মোট ২৮ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় পরিবেশ অধিদপ্তর নাটোরের পরিদর্শক মো. বোরহান উদ্দিনসহ সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিডি২৪অনলাইন/সাজেদুর রহমান সাজ্জাদ/সি/এমকে