পঞ্চগড়ে জালিয়াতি করে ৪৫ বিঘা জমি রেজিস্ট্রি করেছে করতোয়া সোলার লিমিটেড নামের একটি কোম্পানি। এতে রাজস্ব হারিয়েছে সরকার, ক্ষতিগ্রস্ত হচ্ছে আবাদি জমি।
অনুসন্ধানে জানা যায়, গত ১১ জুলাই করতোয়া সোলার লিমিটেড তেঁতুলিয়া উপজেলার ময়নাগুড়ি এলাকার শেখগছ মৌজায় ৪৫ বিঘা জমি রেজিস্ট্রি সম্পাদন করে তেঁতুলিয়া সাব রেজিস্ট্রি অফিসে। তাদের জমির নতুন দলিল নং-১২৫৩।
নিয়ম অনুযায়ী কোন কোম্পানি জমি ক্রয় করতে হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের অনুমতির আদেশ বাধ্যতামূলক। কিন্তু করতোয়া সোলার লিমিটেড ২০২১ সালের ২৬ জানুয়ারিতে নেওয়া জেলা প্রশাসকের অনুমতিপত্র কাজে লাগিয়ে এসব জমি রেজিস্ট্রির কাজ সম্পাদন করে নিয়েছে। ২০২১ সালের ওই অনুমতিপত্রে কয়েকটি শর্ত ছিল। এর মধ্যে একটি ছিল এক বছরের মধ্যে জমি ক্রয় সম্পাদন করতে হবে। আরেকটি হচ্ছে অকৃষি জমি কিনতে হবে। কিন্তু দুই ফসলি জমি ক্রয় করেছে করতোয়া সোলার লিমিটেড।
জমি বিক্রেতা মনোয়ার হোসেন দিপু বলেন, চার কোটি ষাট লাখ টাকা জমির মূল্য নির্ধারন করা হয়। কিন্তু পরে দুইকোটি টাকা দিয়েই করতোয়া সোলার লিমিটেড জমি রেজিস্ট্রি করে নিয়েছে। কম টাকায় রেজিস্ট্রি করে দিতে না চাইলে ভয়ভীতি দেখানোর পাশাপাশি জীবননাশের হুমকি দেওয়া হয়। বিষয়টি থানায় অভিযোগও করা হয়েছিল। দলিলে মূল্য দেখানো হয়েছে এক কোটি ১৪ লাখ টাকা।
করতোয়া সোলার লিমিটেডের প্রশাসক সুজা মিয়া ভয়ভীতি দেখানোর বিষয়টি অস্বীকার করে বলেন, জমি ক্রয়ের অনুমতিপত্রটি আগের। জমি কম দেওয়ার কারণে টাকাও কম দেওয়া হয়েছে বিক্রেতাকে।
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের সাব রেজিস্ট্রার রাশেদুজ্জামান বলেন, এ কর্মস্থলে নতুন যোগদান করেছি। বিষয়গুলো জানা নেই। তবে খোঁজখবর নেওয়া হবে। জেলা প্রশাসক মো. সাবেত আলী বলেন, কাগজগুলো পৌঁছে দেন। আমরা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
বিডি২৪অনলাইন/সি/এমকে