মন্তব্য
ছাত্র-জনতার অভ্যুত্থানকে সমুন্নত রাখতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’- এর সঙ্গে অন্তর্র্বতীকালীন সরকারের কোনো সম্পৃক্ততা নেই। রোববার (২৯ ডিসেম্বর) এক ব্রিফিংয়ে সরকারের এ অবস্থান জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
আগামী ৩১ ডিসেম্বর (মঙ্গলবার) কেন্দ্রীয় শহীদ মিনারে এ ঘোষণাপত্র পাঠ করা হবে বলে জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, এ ঘোষণাপত্র একটা প্রাইভেট ইনিশিয়েটিভ। এটাকে প্রাইভেট ইনিশিয়েটিভ হিসেবেই দেখছি আমরা।
ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ, সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি উপস্থিত ছিলেন।
বিডি২৪অনলাইন/এন/এমকে