জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সঙ্গে সম্পৃক্তা নেই সরকারের

নিজস্ব প্রতিবেদক
২৯ ডিসেম্বর ২০২৪

ছাত্র-জনতার অভ্যুত্থানকে সমুন্নত রাখতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেরজুলাই বিপ্লবের ঘোষণাপত্র’- এর সঙ্গে অন্তর্র্বতীকালীন সরকারের কোনো সম্পৃক্ততা নেই। রোববার (২৯ ডিসেম্বর) এক ব্রিফিংয়ে সরকারের অবস্থান জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আগামী ৩১ ডিসেম্বর (মঙ্গলবার) কেন্দ্রীয় শহীদ মিনারে ঘোষণাপত্র পাঠ করা হবে বলে জানিয়েছে  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, এ ঘোষণাপত্র একটা প্রাইভেট ইনিশিয়েটিভ। এটাকে প্রাইভেট ইনিশিয়েটিভ হিসেবেই দেখছি আমরা।

ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ, সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি উপস্থিত ছিলেন।

 

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর