সৌদি আরবে ২৩ হাজার ১৯৪ জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী। আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে এ খবর জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি দৈনিক গালফ নিউজ।
খবরে বলা হয়েছে, গত ১৯ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত দেশটির বিভিন্ন প্রান্ত থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় ১৩ হাজার ৮৩ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনে ৬ হাজার ২১০ জন এবং শ্রম আইন লঙ্ঘনে ৩ হাজার ৯০১ জন রয়েছেন। এর বাইরে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় ১ হাজার ৫৩৬ জন গ্রেপ্তার হয়েছেন। এদের মধ্যে ইয়েমেনি ও ইথিওপিয়ান নাগরিকদের সংখ্যাই বেশি। অবৈধ উপায়ে সৌদি আরব ত্যাগের চেষ্টার সময় ৬৮ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত প্রবাসীদের মধ্যে ২১ হাজার ৮৪৩ জনকে তাদের দেশে ফেরত পাঠানোর আগে ভ্রমণের প্রয়োজনীয় নথি সংগ্রহের জন্য তাদের নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। পাশাপাশি ৪ হাজার ২৫ জনকে সৌদি আরব থেকে ফেরত পাঠানোর ব্যবস্থা করতে চূড়ান্ত নির্দেশ দেওয়া হয়েছে।
বিডি২৪অনলাইন/আই/এমকে