প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে ৭ নম্বর ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার প্রাথমিক তদন্ত প্রতিবেদন মঙ্গলবার (৩১ ডিসেম্বর) জমা দেওয়া হবে। সোমবার (৩০ ডিসেম্বর) বিষয়টি সাংবাদিকদের জানান এ অগ্নিকান্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রধান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি।
সাংবাদিকদের ব্রিফ করার আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তদন্ত কমিটির বৈঠক হয়। বৈঠক শেষে তদন্ত কমিটির প্রধান বলেন, এখানে অনেকগুলো দল একসঙ্গে কাজ করছে। সেনাবাহিনী, বুয়েট, পিডব্লিউটির টিম কাজ করছে। পুলিশ ও আইসিটি লোকেরাও কাজ করছে। আমরা সবাই টিম হয়ে কাজ করছি। তাদের থেকে আলামত সংগ্রহ করে সেগুলো আলোচনা করে একটা কনক্লুশনে আসার চেষ্টা করছি।
তদন্ত কমিটির প্রধান আরও বলেন, অগ্নিকান্ডের ঘটনায় কিছু আলামত ল্যাব টেস্ট করা হয়েছে। আজ কিছু আলামত নেওয়া হয়েছে সেগুলোও টেস্ট করা হচ্ছে। প্রাথমিকভাবে ৩০ ডিসেম্বর পর্যন্ত আমাদের সময় দেওয়া হলেও আমরা মন্ত্রিপরিষদ বিভাগ থেকে কিছুক্ষণ আগে আরও একদিনের সময় চেয়ে নিয়েছি। কারণ কিছু টেস্ট আজ রাতে হবে। সেগুলো হলে আবার বৈঠকে বসবো আমরা। তখন একটা প্রাথমিক ধারণা নিতে পারবো আমরা।
চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, সেটা এ মুহূর্তে বলা যাচ্ছে না। বিদেশে কিছু পরীক্ষা-নিরীক্ষার জন্য আলামত যাবে এবং আসবে। এতে কিছু সময় লাগবে। তবে যত দ্রুত করা সম্ভব সেটা করা হবে।
বিডি২৪অনলাইন/এন/এমকে