সীমান্ত সম্পূর্ণভাবে সরকারের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি এটাও বলেছেন, সীমান্ত ও দেশবাসীর ভয়ের কোনো কারণ নেই। যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য আমরা প্রস্তুত রয়েছি।
সোমবার (৩০ ডিসেম্বর) কক্সবাজারের টেকনাফ সীমান্ত পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন। উপদেষ্টা আরও বলেন, মিয়ানমার সীমান্তের বাংলাদেশ অংশের সব বিওপিতে ইতোমধ্যে জনবল বাড়ানো হয়েছে। সেই সঙ্গে অন্য বাহিনীর জনবলও বাড়ানো হয়েছে। নাফ নদীতে টহল তৎপরতা বাড়ানো হয়েছে। সীমান্তের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গোয়েন্দা কার্যক্রম বাড়ানো হয়েছে। রাত-দিন ২৪ ঘণ্টা সার্বক্ষণিক টহল দিচ্ছে বিজিবি। একইভাবে কাজ করছে কোস্টগার্ড, আনসার ও পুলিশও। দেশের স্বার্থ রক্ষার্থে সংশ্লিষ্ট বিষয়ে প্রথম থেকেই মিয়ানমার সরকার ও আরাকান আর্মির সঙ্গে সরকার যোগাযোগ রক্ষা করে চলেছে বলেও জানান উপদেষ্টা।
বিডি২৪অনলাইন/এন/এমকে