২৭ বিলিয়ন ডলার ছাড়াচ্ছে রেমিট্যান্স

Super Admin
৩১ ডিসেম্বর ২০২৪

গত ২৮ ডিসেম্বর পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ২৬ দশমিক ৬৭ বিলিয়ন ডলার। সে হিসাবে চলতি বছরের গোটা সময়ে রেমিট্যান্স ২৭ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাওয়ার আশা করা হচ্ছে। ২৮ ডিসেম্বর পর্যন্ত হিসাবে, গত বছরের চেয়ে চলতি বছরে রেমিট্যান্স বেড়েছে প্রায় দশমিক বিলিয়ন ডলার। চলতি বছরে শতাংশ বেড়েছে ডলারের অফিসিয়াল রেট।

চলতি বছরের শুরু থেকে দেশে রেমিট্যান্স প্রবাহের গতি বাড়তে থাকে। এপ্রিল, মে মাসে টানা দুই বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিল দেশে। কিন্তু জুনে কমে দুই বিলিয়ন ডলারের নিচে নেমে যায়। এরপর জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে রেমিট্যান্স পাঠানো কমিয়ে দেন প্রবাসী বাংলাদেশিরা। কিন্তু সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে রেমিট্যান্সের গতি বেড়ে যায়।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে এখন ২১ বিলিয়ন ডলার অতিক্রম করেছে। বিদেশি অনুদান ও রেমিট্যান্স প্রবাহ বেড়ে যাওয়া রিজার্ভ বেড়েছে। ওদিকে, ৫ আগস্টে শেখ হাসিনার সরকার পতনের পর অর্থপাচারও কমেছে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাবে, দেশের রিজার্ভ এখন ২১ দশমিক ৩৩ বিলিয়ন ডলার। আর বাংলাদেশ ব্যাংকের হিসাবে রিজার্ভের পরিমাণ ২৬ দশমিক ০৯ বিলিয়ন ডলার।

পরিসংখ্যান বলছে, গত বছরে মার্চ জুন মাসে রেমিট্যান্স প্রবাহ বিলিয়ন ডলার পার হয়েছিল। কিন্তু চলতি বছরে জুলাই মাস বাদে বাকি ১১ মাসই বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে।

দেশের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ রেমিট্যান্স পাওয়া মাসের তালিকায় ইতোমধ্যে দ্বিতীয় স্থান করে নিয়েছে চলতি ডিসেম্বর মাস। এর আগে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছিল ২০২০ সালের জুলাই মাসে। করোনা মহামারির সময়ে তখন রেমিট্যান্স এসেছিল ২ দশমিক ৫৯ বিলিয়ন ডলার।

 

ওদিকে প্রাপ্ত তথ্য বলছে, গত জানুয়ারিতে ডলারের আনুষ্ঠানিক দর ছিল ১১০ টাকা। জুলাই-ডিসেম্বর সময়ের জন্য করা মুদ্রানীতিতে ডলারের দাম টাকা বাড়ানো হয়। ক্রলিং পেগের মাধ্যমে ভিত্তি রেট দাঁড়ায় ১১৭ টাকা।  এর সঙ্গে সর্বোচ্চ এক টাকা বাড়ানোর নির্দেশনা ছিল কেন্দ্রীয় ব্যাংকের। সে হিসাবে রেট পড়ছিল ১১৮ টাকা। পরবর্তীতে অন্তর্র্বতীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর আগস্টে বিনিময় হার বাড়িয়ে ১২০ টাকা করা হয়। কিন্তু কয়েকদিনের জন্য চলতি ডিসেম্বর মাসে  ডলারের রেট ১২৮ টাকা পর্যন্ত উঠে যায়। সেখান থেকে কমে মৌখিক নির্দেশনায় ব্যাংকগুলোকে সর্বোচ্চ ১২৩ টাকা রেটে লেনদেন করতে বলেছে বাংলাদেশ ব্যাংক।

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর