শুধু বিএসএফ নয়, সীমান্ত এলাকায় শত্রুতার জেরে দুই পক্ষের অন্তর্কোন্দলেও হত্যা হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেছেন, সীমান্ত হত্যা শূন্যের কোঠায় আসছে না।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) চট্টগ্রামের সাতকানিয়ায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। সীমান্ত হত্যা শূন্যের কোঠায় আসা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পরপর যে দুটি সীমান্ত হত্যা হয়েছে সেটা বিএসএফ নয়, খাসিয়াদের শত্রুতার কারণে তাদের নিজেদের মধ্যে হয়েছে। এপারেও খাসিয়া আছে, ওপারেও খাসিয়া আছে। তাদের দুই গ্রুপের মধ্যে অন্তর্কোন্দল রয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, সীমান্তে প্রতিপক্ষের কাছে কোনো অবস্থাতেই পিঠ প্রদর্শন করবে না বিজিবি। যারা হুঙ্কার দিচ্ছে, বেশি করে আমরাও তাদের প্রত্যুত্তর দিচ্ছি।
বিডি২৪অনলাইন/এন/এমকে