মন্তব্য
ম্যাচটি ছিল সিরিজ নির্ণায়ক। এদিন টস হেরে প্রথমে ব্যাট করতে নামে ভারতের দুই ওপেনার শেখর ধাওয়ান ও রোহিত শর্মা। নেমেই ১০৩ রানে জুটি গড়েন তারা। রোববার আর এই শতরানের পার্টনারশিপ অস্ট্রেলিয়ার স্বর্ণযুগের দুই ওপেনার অ্যাডাম গিলক্রিস্ট ও ম্যাথু হেইডেন জুটিকে পেছনে ফেলেছেন তারা।
এর ফলে ওয়ানডে ক্রিকেটে সর্বাধিক শতরানের পার্টনারশিপ গড়ার হিসাবে সাবেক অজি ওপেনার জুটিকে অতিক্রম করে দ্বিতীয়স্থানে উঠে এলেন রোহিত-ধাওয়ান।
এদিন, ওয়ানডে ক্রিকেটে ১৭ বারের জন্য ওপেনিং জুটিতে ১০০ বা তার বেশি রান তুললেন রোহিত-ধাওয়ান। আর ১৬ বার ওয়ানডে ক্রিকেটে শতরানের ওপেনিং পার্টনারশিপ নিয়ে গিলক্রিস্ট-হেইডেন জুটি নেমে গেলেন তৃতীয়স্থানে। রোহিত-ধাওয়ানের সামনে এখন কেবল শচীন তেন্ডুলকর-সৌরভ গাঙ্গুলি জুটি।