আলোচিত পদ্মা সেতু দুর্নীতির মামলা পুনরায় তদন্তের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক
৩১ ডিসেম্বর ২০২৪

 

দেশের আলোচিত পদ্মা সেতু দুর্নীতি মামলা পুনরায় তদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক) মঙ্গলবার (৩১ ডিসেম্বর)  বিষয়টি জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন জানিয়েছেন। ১০ বছর আগে এ মামলা নিষ্পত্তি হয়েছিল।

ঘুষ লেনদেনের ষড়যন্ত্রের মাধ্যমে এ সেতু নির্মাণকাজের তদারকি পরামর্শক নিয়োগ সংক্রান্ত দরপত্রের অন্যতম দরদাতা এসএনসি-লাভালিন ইন্টারন্যাশনাল ইনক-কে কার্যাদেশ পাইয়ে দেওয়া নিয়ে বনানী থানার মামলা হয়। তদন্ত শেষে ২০১৪ সালে আদালতে এফআরটি দাখিল করা হয়। মামলায় মোট সাতজন আসামি করা হয়।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর