মন্তব্য
দেশের আলোচিত পদ্মা সেতু দুর্নীতি মামলা পুনরায় তদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিষয়টি জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন জানিয়েছেন। ১০ বছর আগে এ মামলা নিষ্পত্তি হয়েছিল।
ঘুষ লেনদেনের ষড়যন্ত্রের মাধ্যমে এ সেতু নির্মাণকাজের তদারকি পরামর্শক নিয়োগ সংক্রান্ত দরপত্রের অন্যতম দরদাতা এসএনসি-লাভালিন ইন্টারন্যাশনাল ইনক-কে কার্যাদেশ পাইয়ে দেওয়া নিয়ে বনানী থানার মামলা হয়। তদন্ত শেষে ২০১৪ সালে আদালতে এফআরটি দাখিল করা হয়। মামলায় মোট সাতজন আসামি করা হয়।
বিডি২৪অনলাইন/এন/এমকে