সচিবালয়ে অগ্নিকাণ্ডে নথিপত্র পুড়ে গেছে, এমন সন্দেহ করা হলেও বাস্তবে কোনো নথিপত্র পোড়েনি। মন্ত্রণালয়গুলোর নথিপত্র যেখানে সংরক্ষণ করা হয়, আগুন সে পর্যন্ত পৌঁছেনি। বিষয়টি জানিয়েছেন এ অগ্নিকান্ডের ঘটনায় গঠিত উচ্চপর্যায়ের তদন্ত কমিটির প্রধান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গণি।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তদন্ত কমিটি প্রধান। তিনি জানান, তদন্ত কমিটির সদস্যরা বিভিন্ন মন্ত্রণালয় ঘুরে দেখেছেন। মন্ত্রণালয়গুলোর নথিপত্র পোড়া যায়নি। তারপরও প্রতিটি মন্ত্রণালয় খতিয়ে দেখছে তাদের গুরুত্বপূর্ণ কোনো নথি কোথাও পুড়েছে কি না। মন্ত্রণালয়গুলো পৃথকভাবে নিজ নিজ দপ্তরের ক্ষয়ক্ষতির হিসাব-নিকাশও করছেন।
সচিবালয়ের অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি মোট কত টাকার হয়েছে, প্রাথমিকভাবে সেটা জানা যায়নি বলেও জানান তদন্ত কমিটির প্রধান।
বিডি২৪অনলাইন/এন/এমকে