মন্তব্য
দেশের ইতিহাসে সবচেয়ে বেশি পরিমাণ রেমিট্যান্স এসেছে গেল ডিসেম্বর মাসে, পরিমাণে ২ দশমিক ৬৪ বিলিয়ন ডলার বা ২৬৩ কোটি ৯০ লাখ ডলার। এর আগে আগে ২০২০ সালে করোনার দাপটের সময় জুলাই মাসে ২ দশমিক ৫৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিল দেশে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
গত ডিসেম্বর আসা রেমিট্যান্সের পরিমাণ দেশীয় মুদ্রায় দাঁড়ায় (প্রতি ডলার ১২০ টাকা ধরে) ৩১ হাজার ৬৬৮ কোটি টাকা। গত বছরের ডিসেম্বরের পুরো সময়ে আসা রেমিট্যান্স তার আগের বছরে একই সময়ের চেয়ে ৬৪ কোটি ৮০ লাখ ডলার বেশি। গত বছরের জুলাই মাস বাদে বাকি ১১ মাসই দুই বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে দেশে।
বিডি২৪অনলাইন/ই/এমকে