মন্তব্য
বৃহস্পতিবার (০২ জানুয়ারি) খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। তালিকা প্রকাশের পর দাবি আপত্তি নিষ্পত্তি শেষে আগামী ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। বুধবার (০১ জানুয়ারি) বিষয়টি জানিয়েছে ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল ইসলাম।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, ২০ জানুয়ারি বাড়ি বাড়ি ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হতে পারে। সর্বশেষ হালনাগাদ অনুযায়ী, দেশে ভোটার ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন।
বিডি২৪অনলাইন/এন/এমকে