মন্তব্য
সাতক্ষীরায় বাসের ধাক্কায় আমিনুল্লাহ কারিকর (৫৫) নামে এক ভ্যান চালক নিহত হয়েছেন। বুধবার (১জানুয়ারি) বেলা ১টার দিকে খুলনা মহাসড়কের ত্রিশ মাইল এলাকার অগ্রগতি রিসোর্টের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ভ্যানচালক সাতক্ষীরা রসুলপুর এলাকার বরকাত উল্লাহের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের মধ্যে অগ্রগতি রিসোর্টের কেয়ারটেকার আব্দুর ছবুর জানান, আমিনুল্লাহ যাত্রী আনতে পাটকেলঘাটার দিকে যাচ্ছিলেন। ওই সময় ইমাদ পরিবহনের একটি দ্রুতগামী বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে মারা যান তিনি।
তিনি আরো জানান, দুর্ঘটনার পরে এলাকাবাসী সড়ক অবরোধ করে প্রতিবাদ করতে থাকে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্তিতি নিয়ন্ত্রণ করে।
বিডি২৪অনলাইন/কিশোর কুমার/সি/এমকে