ঐশ্বরিয়ার কোলে শুয়ে অভিষেক!

৩০ মার্চ ২০২১

বাবা অমিতাভ পুরনো ছবি শেয়ার করে নস্টালজিয়া উসকে দিলেন। আর ছেলে অভিষেক আবিরে মাখা, আদরে মাখা ছবি শেয়ার করে সবাইকে জানালেন হোলির শুভেচ্ছা৷ তবে এই ছবিও গত বছরের।

জুনিয়র বচ্চন, তাঁর ইনস্টাগ্রামে যে ছবি শেয়ার করেছেন, সেখানে দেখা গিয়েছে আবিরে রঙে রেঙে উঠেছেন তিনি। সঙ্গে মেয়ে আরাধ্য ও ঐশ্বরিয়া। রংখেলে এতটাই ক্লান্ত যে মাঠের মধ্যেই শুয়ে পড়েছেন অভিষেক৷ তবে মাথাটা তাঁর স্ত্রী ঐশ্বরিয়ার কোলেই।


মন্তব্য
জেলার খবর