ভারতেই খ্রিষ্টানদের ওপর ধর্মীয় সহিংসতা বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চিঠি দিয়েছেন ৪০০ জনের বেশি জ্যেষ্ঠ খ্রিষ্টান নেতা ও ৩০টি চার্চ। দেশটিতে খ্রিষ্টানদের বিরুদ্ধে সহিংসতা ক্রমশ বাড়ছে ও অসহিষ্ণুতার মাত্রা বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। খবর ভারতের সংবাদমাধ্যম দ্য ওয়্যার
চিঠির বরাত দিয়ে খবরে বলা হয়, গত ২৫ ডিসেম্বর খ্রিস্টানদের ধর্মীয় উৎসব বড়দিনে ভারতের বিভিন্ন স্থানে খ্রিষ্টানদের অন্তত ১৪টি সমাবেশে হামলা, সহিংসতা ও হুমকি-ধমকির ঘটনা ঘটেছে।
ইভানজেলিক্যাল ফেলোশিপ অব ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, গত বছরের শুরু থেকে নভেম্বর পর্যন্ত খ্রিষ্টানদের বিরুদ্ধে ৭২০টিরও বেশি সহিংসতার ঘটনা রেকর্ড হয়েছে। একই সময়ে ইউনাইটেড ক্রিশ্চিয়ান ফোরাম ৭৬০টি মামলা নথিভুক্ত করেছে।
এদিকে, ২০২৩ সালের মে মাস থেকে চলমান সহিংসতায় মণিপুরে ২৫০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। ৩৬০টি গির্জা ধ্বংস হয়েছে। সেই সঙ্গে হাজার হাজার মানুষ গৃহহীন হয়েছেন। মণিপুরের এমন পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের খ্রিষ্টান নেতারা।
বিডি২৪অনলাইন/আই/এমকে